শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বরিশালে 'জয় বাংলা কনসার্ট'

আপডেট : ১৭ জুন ২০২২, ০০:৩৪

বরিশালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হলো জয়বাংলা কনসার্ট। বরিশাল চেম্বার অব কমার্সের আয়োজনে ও বরিশাল সিটি করপোরেশনের সহযোগিতায় বঙ্গবন্ধু উদ্যানে এ কনসার্ট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে শুরু হয়। সন্ধ্যায় অনুষ্ঠানস্থলে অতিথিবৃন্দ উপস্থিত হলে তাদেরকে সম্মাননা জানানো হয়। 

রাত সাড়ে ৮টার দিকে  ‘জয় বাংলা’ কনসার্টে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি’র হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি সাইদুর রহমান রিন্টু, এফবিসিসিআই এর পরিচালক সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও কনসার্টে বরিশাল রেঞ্জ ডিআইজি এস.এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার প্রলয় চিসিম, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাত ১০টায় মঞ্চে তাপস এন্ড ফ্রেন্ডস এর সদস্যরা মঞ্চে উঠে ‘আছেন আমার ব্যরিস্ট্রার, আছেন আমার মোক্তার’ গান পরিবেশন করলে দর্শকরা তা উপভোগ করেন। এর আগে চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা, নিরব, মীম সহ বিভিন্ন শিল্পীরা পারফর্ম করেন। আবহাওয়া অনুকূলে থাকায় কনসার্টে প্রায় ২০ সহস্রাধিক মানুষের সমাগম ঘটে। 

আয়োজক সূত্র জানায়, বরিশাল চেম্বার অব কমার্সের আয়োজনে ও বরিশাল সিটি করপোরেশনের সহযোগিতায় এ কনসার্টে তাপস অ্যান্ড ফ্রেন্ডস এর টিম সহ বরেণ্য ৪৫ জন শিল্পী অংশগ্রহণ করেন।

ইত্তেফাক/জেডএইচডি