বেনাপোল বন্দরের রফতানি টার্মিনাল থেকে ভারতীয় একটি আমদানিকৃত পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ফিনসিডিল, গাজা, পটকা বাজি সহ ভারতীয় ওষুধ ও আমদানি নিষিদ্ধ মালামাল জব্দ করা হয়।
বুধবার (১৫ জুন) রাতে বেনাপোল পোর্ট থানা পুলিশ ট্রাকসহ আমদানিকৃত পণ্যের চালানটি জব্দ করে।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশের এ এসপি জুয়েল ইমরান, বন্দর সহকারী পরিচালক সজ্ঞয় বাঢ়ৈ, কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রবিউজ্জামানসহ গোয়েন্দা সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
যশোরের নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান জানান, ভারত থেকে আসা ডবিউবি-এ ৫১৭৫ নম্বর ধারী আমদানিবাহি একটি ট্রাক রফতানি টার্মিনালের সামনে থেকে গোয়োন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয়। পরে তল্লাশি করে জব্দ করা হয় ১৮৬ কেজি গাজা ৭৪৯পিস ফেনসিডিল ও বিপুল পরিমাণ পটকা বাজি, ওষুধ, সাবান ও ভারতীয় ইনজেকশন সহ বিভিন্ন আমদানি নিষিদ্ধ পণ্য।
অপরদিকে আরও একটি অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে ২৬কেজি গাজা জব্দ করে পুলিশ। তবে এ সময় পালিয়ে যায় চালক।