মাগুরায় শ্রীপুরে টিয়া পাখি চুরির অপবাদ দিয়ে জীবন বিশ্বাস নামে এক শিশুকে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে মারপিট করা সেই নূর ইসলামকে আটক করেছে পুলিশ। ঘটনার তিনদিন পর শুক্রবার (১৭ জুন) সন্ধ্যার পর আমলসার এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
টিয়া পাখি চুরির অপবাদ দিয়ে পশ্চিম আমলার গ্রামের বশির শেখের ছেলে নুর ইসলাম(৩৮) গত বুধবার ১২ বছর বয়সী এক শিশুকে রশি দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে নির্মমভাবে মারপিট করে। ‘পাখি চুরি করিনি’ বলে হাউমাউ করে চিৎকার দিয়ে কান্নাকাটি করলেও শিশুটি নূর ইসলামের নির্যাতন থেকে রক্ষা পায়নি।
নির্যাতনের শিকার জীবন বিশ্বাসের বাবা শাহাবুদ্দিন বিশ্বাস পেশায় ভ্যানচালক। তিনি আজ শুক্রবার বিকেলে সাংবাদিকদের কাছে এ ঘটনার বিচার দাবি করেন।