খানাখন্দে বেহাল হয়ে পড়েছে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক। এতে নিত্য দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। কয়েক দিনের টানা বৃষ্টি এ দুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয় বাসিন্দারা সড়কগুলো সংস্কারের দাবি জানিয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার ভানুগাছ বাজারের প্রধান সড়ক, উপজেলা চৌমুহনায় শমশেরনগর সড়ক, শমশেরনগর ও শহীদনগর বাজারসহ বিভিন্ন সড়ক দীর্ঘদিন ধরে ভাঙ্গাচুরা রয়েছে।
ব্যবসায়ী রায়হানুর রহমান মাফি বলেন, এতদিন সড়কগুলো শুকনো থাকলেও তখন কোনো কাজ হয়নি, এখন বৃষ্টির মৌসুমে কাজ শুরু হয়েছে।
জেলা সড়ক বিভাগ মৌলভীবাজারের উপ-বিভাগীয় প্রকৌশলী জ্যোতিশ গোস্বামী বলেন, আসলে দ্রুত সময়ের জন্য শমশেরনগর বাজারে ক্রস ড্রেন নির্মাণের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করা হচ্ছে। তাছাড়া এখন ধারাবাহিক বৃষ্টিপাত হওয়ায় সাময়িক সমস্যা হলেও কাজ শেষ হওয়ার পর এই সমস্যা থাকবে না।