পাকিস্তানে একটি নিরাপত্তা কোম্পানি খোলার অনুরোধ জানান চীন। কিন্তু চীনের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির স্থানীয় এক মিডিয়া এই তথ্য জানিয়েছে।
পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম এআরআই' এর খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সালাউল্লাহ উল্লেখ করেছেন, কোনো দেশই পাকিস্তানে নিরাপত্তা কোম্পানি খুলতে পারবে না।
সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, চীন পাকিস্তানে একটি নিরাপত্তা কোম্পানি খোলার জন্য অনুরোধ করে। চীনের নিরাপত্তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাকিস্তান সরকারকে এই অনুরোধ জানানো হয়। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় চীনের এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
গত কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে, পাকিস্তান ও চীনের মধ্যে মতপার্থক্য। সম্প্রতি পাকিস্তানে চীনা নাগরিকদের ওপর হামলার ঘটনা অনেক বেড়েছে। বেলুচ বিদ্রোহীরা সিপিইসি প্রজেক্টে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।
এর আগে করাচিতে এক আত্মঘাতী হামলায় চার জন নিহত হয়েছে। এর মধ্যে তিনজনই ছিল চীনা নাগরিক। পরবর্তীতে এই হামলার দায় স্বীকার করে বেলুচ গোষ্ঠী।