ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কুমার নদে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।
স্হানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ঘারুয়া ব্রিজ থেকে শুরু করে দিগনগর ব্রিজ পর্যন্ত কুমার নদের একাধিক অবৈধ ড্রেজার বসিয়ে একটি মহল বালু উত্তোলন করে যাচ্ছে। এতে করে নদের দুই পার ভেঙে যাওয়াসহ এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছে। প্রশাসনের নাম ভাঙ্গিয়ে এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক ছত্রছায়ায় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে যাচ্ছে। প্রশাসন জরুরি ভিত্তিতে এ বিষয়ে ব্যবস্থা নিবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী এলাকাবাসীর।
জানা যায়, স্থানীয় লাভলু ড্রেজার মেশিন দিয়ে বেশ কিছুদিন যাবত বালু উত্তোলন করে ব্যবসা করে যাচ্ছে।
এ বিষয় ড্রেজার মালিক লাভলু জানান, প্রশাসনের লোকদের ম্যানেজ করে সে বালু উত্তোলন করছে। নদ থেকে বালু উত্তোলন করায় তা এলাকাবাসীর কাজে লাগছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম মুস্তাফিজুর রহমান জানান, অবৈধ বালু উত্তোলনকারী যত বড় প্রভাবশালীই হোক আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। যদি আমাদের অফিসের কেউ এর সঙ্গে জড়িত থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।