নগরীতে পাহাড় ধসে মো. রায়হান (১২) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত রবিবার দিবাগত রাতে নগরীর পাঁচলাইশ থানার গ্রিনভ্যালি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে চট্টগ্রামে পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়েছে ৫ জনে দাঁড়ালো।
রায়হান (১২) স্থানীয় ভাসমান চা দোকানি দীন মোহাম্মদের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তাদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন মজুমদার জানান, গ্রিনভ্যালি আবাসিকের মসজিদের পিছনে পাহাড়ের পাদদেশে দীন মোহাম্মদের একটি ভাসমান চা দোকানে ঘুমিয়েছিল রায়হান। রাতে পাহাড় ধসে দোকানের ওপর পড়ে। ঘুমন্ত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে প্রাণ হারায় রায়হান। ভোরে দীন মোহাম্মদ এলাকাবাসীর সহায়তায় মাটি সরিয়ে রায়হানের লাশ উদ্ধার করেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই রায়হানের লাশ নিয়ে স্বজনরা গ্রামে বাড়ি লাকসামে চলে যান।
এর আগে গত শুক্রবার রাতে নগরীর আকবর শাহ এলাকায় দুটি পাহাড় ধসের ঘটনায় চারজনের মৃত্যু হয়। নগরীর ফিরোজ শাহ কলোনির এক নম্বর ঝিল বরিশালঘোনা এলাকায় পাহাড় ধসে মারা যান শাহীনূর আক্তার (২৬) ও তার বোন মাইনুর আক্তার (২৪)। আহত হন তাদের বাবা-মা ফজল হক (৭০) ও মোশারা বেগম (৬৫)। নগরীর বিজয়নগর এলাকায় আরেকটি পাহাড় ধসের ঘটনায় লিটন (২৩) ও ইমন (১৪) নামে দুজন মারা যান।