বন্যায় বিপর্যস্ত সুনামগঞ্জ শহরে চারদিন পর ৫০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। বন্যার পানি কিছুটা কমে আসায় বিদ্যুৎ সরবরাহ চালু করতে পেরেছে বিদ্যুৎ বিভাগ।
সোমবার (২০ জুন) বিকাল ৫ টা ৪৫ মিনিটের দিকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, হাসপাতাল, জেলা প্রশাসকের কার্যালয়, সদর থানা ও জেলখানায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, পর্যায়ক্রমে প্রতিটি মিটার পরিদর্শন করে ডুবে থাকা মিটার ও লাইন বিচ্ছিন্ন করে অন্যান্য স্থানে বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা চলছে। পানি নেমে গেলে বাকি এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ চালু হবে।
সুনামগঞ্জ বিদুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান জানান, নিরাপত্তার স্বার্থে এখনই সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। আমাদের কর্মীরা কাজ করছেন। পানি কমলে বাকি এলাকাগুলোতেও সংযোগ স্বাভাবিক হবে।