শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইথিওপিয়ায় বিদ্রোহীদের হামলায় নিহত ১০০

আপডেট : ২১ জুন ২০২২, ০৩:৩৭

ইথিওপিয়ার ওরোমো অঞ্চলে বিদ্রোহীদের হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে। নিহতদের সবাই আমহারা জাতিগোষ্ঠীর। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওরোমো লিবারেশন আর্মি (ওএলএ) এই হামলার জন্য দায়ী। যদিও তারা এ হামলার দায় অস্বীকার করেছে।

আরো দুই জন প্রত্যক্ষদর্শী জানান, দুই শতাধিক মানুষ নিহত হয়েছে এ হামলায়। ওরোমিয়ার আঞ্চলিক সরকার হামলার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের সংখ্যাসহ ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। মন্তব্যের জন্য আদ্দিস আবাবায় কেন্দ্রীয় সরকারের সঙ্গেও যোগাযোগ করা যায়নি। 

গিম্বি কাউন্টির বাসিন্দা আব্দুল-সইদ তাহির শনিবারের হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়ার পর এপি নিউজকে বলেন, ‘আমি ২৩০টি মরদেহ দেখেছি। আমার জীবনে এত নিরীহ মানুষকে একসঙ্গে হত্যা করার ঘটনা দেখিনি।’ তিনি আরো বলেন, ‘আমরা তাদের গণকবর দিচ্ছি এবং এখনো মরদেহ সংগ্রহ করছি।’ ফেডারেল আর্মি ইউনিট এখন ঘটনাস্থলে পৌঁছেছে। তবে তারা চলে গেলে আরও হামলা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

ইত্তেফাক/ইআ