রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গোবিন্দগঞ্জে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

আপডেট : ২১ জুন ২০২২, ১৯:১৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুন) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।  

মৃত যুবকের নাম এরশাদ মন্ডল (২৮)। সে ওই গ্রামের বছু মণ্ডলের ছেলে। 

হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব জানান, দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের মধ্যে এরশাদ বাড়ির পাশেই একটি জলাশয়ে মাছ ধরছিল। এ সময় বজ্রপাতে সেখানেই তিনি মারা যান। 

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফনের জন্য ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। 

ইত্তেফাক/এএএম