শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চিলমারীতে ৮০ হাজার মানুষ পানিবন্দী

আপডেট : ২১ জুন ২০২২, ২০:২৬

পাহাড়ি ঢল ও টানা ৭ দিনের প্রবল বর্ষণে কুড়িগ্রামের চিলমারী ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় ৮০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

মঙ্গলবার (২১ জুন) এ এলাকার বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। বন্যার্তরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজারভিটা ইসলামীয়া ফাজিল মাদরাসা, রাজারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর রমনা আম্বার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাউবো বাঁধে আশ্রয় নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করছেন। তাদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার ও গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। গবাদি পশু, হাস-মুরগী নিয়ে অনেকে বিপাকে পড়েছেন।

চিলামারীড় ডাওয়াইটারী, নয়াবাড়ী, ছড়ারপাড়, বহরেরভিটা, মজিদের পাড়, শান্তিনগর, ঠগেরহাট, বালাবাড়ী, উপজেলা সদর প্লাবিত হয়ে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

রাজারভিটা মাদ্রাসায় আশ্রয় নেওয়া আলশিয়া শেখ (৮৫) জানান, ঘরে পানি ওঠায় রাজারভিটা মাদরাসায় এসে আশ্রয় নিয়েছি। একে তো শারিরিক অসুস্থতা, অন্যদিকে ঘরে পানি ওঠায় স্ত্রীকে নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে মঙ্গলবার বিকাল ৩টায় বিপদসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার বন্যার্তদের মাঝে ৩০ মেট্টিক টন চাল ও শুকনো খাবার বিতরন করা হয়েছে।

ইত্তেফাক/এসটিএম