বুধবার, ৩১ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হিলি স্থলবন্দরে ভুট্টা বোঝাই ট্রাক থেকে মাদকদ্রব্য জব্দ

আপডেট : ২২ জুন ২০২২, ০৯:৪০

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য বোঝাই ভারতীয় ট্রাক থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। সোমবার রাতে বন্দরের পানামা পোর্টের ওয়্যারহাউজে আসা আমদানিকৃত ভুট্টা বোঝাই ট্রাকটি থেকে এগুলো জব্দ করা হয়। এ ঘটনায় ভারতীয় ট্রাকের চালক সাগর শীলকে আটক করা হয়েছে। সে ভারতের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার রায়গঞ্জ গ্রামের আনন্দ শীলের ছেলে।

হিলি স্থলশুল্ক স্টেশনের উপ-কমিশনার কামরুল ইসলাম জানান, সোমবার বিকালে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত ভুট্টা বোঝাই একটি ট্রাক বন্দরের পানামা পোর্টের ওয়্যারহাউজে প্রবেশ করে। পরে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে সঙ্গীয় কর্মকর্তাদের নিয়ে ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক থেকে ফেনসিডিল, বিভিন্ন ব্র্যান্ডের মদ ও অ্যাম্পল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে ভারতীয় ট্রাকের চালক সাগর শীলের বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা করা হয়েছে।

ইত্তেফাক/এমআর