বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কসবায় পাহাড়ি ঢলে মাছ ভেসে যাওয়ায় চাষিরা বিপাকে

আপডেট : ২৩ জুন ২০২২, ০২:১৫

কসবায় পাহাড়ি ঢলে চার একর জলাশয়ের মাছ হারিয়ে মাছচাষি বাচ্চু মিয়া নিরন্নপ্রায়। তার মতো অনেক মাছচাষিই মাছ ভেসে যাওয়ায় বিপাকে পড়েছেন।

মাছচাষি বাচ্চু মিয়া জানান, তিনি ধার দেনা করে জলাশয়ে মাছ চাষ করেছিলেন। ফিডের দোকানেও ৩ লাখ টাকা বকেয়া আছে। মাছগুলো এক কেজি থেকে দেড় কেজি ওজনের হয়েছিল। ঢলে মাছ ভেসে যাওয়ায় চোখে অন্ধকার দেখছেন। 

জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার ১২০টি পুকুর, দীঘি ও জলাশয়ের প্রায় ৬০ লাখ টাকার মাছ ভেসে গেছে। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মাছচাষিদের তালিকা সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর পাঠানো হবে। আর্থিক বরাদ্দ পাওয়ার পর ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে।

ইত্তেফাক/এমএএম