বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাংলাদেশ-মালয়েশিয়া প্রীতিম্যাচ আজ, আতঙ্ক ছড়াচ্ছে টার্ফ

আপডেট : ২৩ জুন ২০২২, ০৭:৩০

মৌসুমের শুরুতে কমলাপুর স্টেডিয়ামের টার্ফ নিয়ে কম আলোচনা হয়নি। মেয়াদউত্তীর্ণ এই টার্ফের কারণে অনেক খেলোয়াড়ই এখন ইনজুরির ভুক্তভোগী। তাই অভিযোগও আসতে থাকে প্রচুর। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সেসব কানেই নেয়নি। বসুন্ধরা কিংসের মতো ফেডারেশন কাপে খেলতে অস্বীকৃতি জানায় শুধু টার্ফের কারণে। টার্ফ নিয়ে আতঙ্কের খাতায় এবারনতুন নাম মালয়েশিয়া জাতীয় নারী ফুটবল দল।

ফিফা টায়ার ওয়ান প্রীতিম্যাচে আজ সন্ধ্যা ৬টায় দেশটির মুখোমুখি হবে বাংলাদেশ। শুধু আজ নয়, ২৬ জুনও তাদের বিপক্ষে খেলতে নামবেন সাবিনা খাতুনরা। ম্যাচ দুটো সিলেটে হওয়ার কথা থাকলেও বন্যার কারণে ভেন্যু এখন সেই কমলাপুর স্টেডিয়াম। যেখানে জয়ের চেয়ে ইনজুরি ভাবনাই ঘুরপাক খাচ্ছে মালয়েশিয়ার কোচ জ্যাকব জোসেফ। কোনো মতে খেলতে পারলেই যেন বাঁচেন। দুই দিনের অনুশীলনেই হাঁটু ও পেশির ব্যথায় ভুগছে তার দল।

তাই সংবাদ সম্মেলনে এর দায়টা দিলেন টার্ফের ওপরই, ‘অনুশীলন নিয়ে আমি সন্তুষ্ট নই। এই মাঠ খুবই শক্ত। এর ফলে ইনজুরি হতে পারে। আমি শুধু তা নিয়ে ভয়ে আছি। অনুশীলনের পর আমার বেশ কিছু খেলোয়াড় হাঁটু ও পেশির ব্যথা নিয়ে অভিযোগ করেছে। আশা করি কালকের (আজ) ম্যাচটা ভালো হবে।’

র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৪৫, অন্যদিকে মালয়েশিয়ার নামটা ৮৫ নম্বরে। ৬১ ধাপ এগিয়ে থেকেও বাংলাদেশকে সমীহ করছেন মালয়েশিয়া কোচ, কারণটা তার মুখ থেকেই শোনা যাক, ‘র‍্যাংকিং কোনো পার্থক্য গড়বে না। বাংলাদেশ এখন খুবই উন্নত দল। আমি দেখেছি তাদের অনূর্ধ্ব-১৯ দল ভারতকে হারিয়েছে। ভারত অন্যতম শক্তিশালী দল। সেই দলকে যেহেতু তারা হারিয়েছে, তার মানে বাংলাদেশ খুবই শক্তিশালী দল।’

ম্যাচ দুটো সামনে রেখে গত এপ্রিল থেকে প্রস্তুতি নিয়ে আসছে বাংলাদেশ। মালয়েশিয়ার মেয়েরা শারীরিক সামর্থ্যে এগিয়ে থাকলেও ভড়কে যাচ্ছেন না সাবিনারা। দাঁতে দাঁত চেপে লড়াই করতে চান। তাই তো হাই লাইন প্রেসিংয়ে দলের পরিকল্পনা সাজিয়েছেন কোচ গোলাম রাব্বানী ছোটন, ‘ওদের খেলোয়াড়রা বয়সে বড়। দুইটা ম্যাচের পরিকল্পনা নিয়ে কাজ করছি। কমলাপুরে অনুশীলন করেছি, তাই আমাদের জন্য ভালো হবে। মেয়েরা এখন যে অবস্হায় আছে তাতে পয়েন্ট পাওয়ার আশা করাই যায়।’

মালয়েশিয়ার সঙ্গে সর্বশেষ দেখায় সিঙ্গাপুরে ২০১৭ সালে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার স্বাগতিকদের লক্ষ্য থাকবে র্যাংকিংটা উন্নত করার দিকে। সেক্ষেত্রে হার বাঁচিয়ে খেলতে হবে সাবিনাদের।’ এদিকে কমলাপুর স্টেডিয়ামে ৫০ টাকা মূল্যে পাওয়া যাবে টিকিট। দুই ম্যাচে বিক্রি হওয়া টিকিটের পুরো অর্থ যাবে সিলেটের বন্যার্তদের তহবিলে।

ইত্তেফাক/ইআ