শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজারহাটে তিস্তার ভাঙনে অর্ধশত ঘরবাড়ি বিলীন

আপডেট : ২৫ জুন ২০২২, ১৪:৩৩

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার ভাঙনে অর্ধশত বাড়িঘর ও ফসলি জমি বিলীন হয়েছে। ভিটামাটি হারিয়ে বিপাকে পড়েছেন প্রায় অর্ধশত মানুষ। অনেকে শেষ আশ্রয়টুকু হারিয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এতে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। তারা নদীভাঙনের কবল থেকে মানুষকে রক্ষায় কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

উপজেলার চতুড়া গ্রামের মজিবর রহমান জানান, ‘কি কমো বাহে তিস্তা নদী হামাক ফকির বানাইছে।’ একই গ্রামের সহিদুল ইসলাম, জাহেরুল ইসলাম ও তছলিম মিয়া জানান, তিস্তা নদীর ভাঙন রোধ করতে গেলে নদী খনন করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম বলেন, তিস্তা নদীর বন্যা ও ভাঙন কবলিত এলাকায় ৫০০ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আমরা প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নদীভাঙনের শিকার ভুক্তভোগীদের তালিকা তৈরি করার কথা বলেছি।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল-মামুন বলেন, নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় তিস্তার নাব্যতা কমেছে। এতে নদীর পানি দুই তীরের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যার কারণে নদী তীরবর্তী এলাকাগুলো পানিতে তলিয়ে যায়। 

ইত্তেফাক/এআই