শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিজিবির সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ

আপডেট : ২৫ জুন ২০২২, ২১:৫৩

শনিবার দুপুরে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) ব্যবস্থাপনায় বিজিবির ‘সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)’ এর শাখা সীপকস, সরাইল এর অধীনস্থ উপশাখা সীপকস, সুনামগঞ্জের পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকার অসহায় দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের গোবর্দ্ধনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলের বন্যাদুর্গত ২০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, আটা, তৈল, চিনি এবং এক হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, বিজিবি সদস্যদের পরিবারবর্গের সংগঠন সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় এবং আপামর জনগণের সাহায্য ও সহযোগিতায় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় সংগঠনটি সাম্প্রতিক বন্যা শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সীমান্তবর্তী বন্যাদুর্গত অসহায় প্রান্তিক জনগণের পাশে দাঁড়িয়েছে।

ইত্তেফাক/এএএম