বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

১০০ কেজির কেক, ৪ হাজার অতিথিকে নিয়ে কুকুরের জন্মদিন পালন 

আপডেট : ২৬ জুন ২০২২, ২১:২৩

প্রিয় পোষ্যর জন্য মাতামাতি কে না করে। বিশ্বজুড়ে কুকুর ও মানুষের পরস্পরের প্রতি ভালোবাসা প্রশংসনীয়। এমনই এক কাণ্ড ঘটেছে ভারতের কর্ণাটকে। এক ব্যক্তি মহা ধুমধাম করে পালন করেছেন পোষ্য কুকুরের জন্মদিন। 

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শিভাপ্পা ইয়ালাপ্পা মারাডি নামে ওই ব্যক্তি কৃষ নামের পোষ্য কুকুরের জন্মদিনে ১০০ কেজির কেক কেটে ৪ হাজার অতিথিকে খাইয়েছেন। 

খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি ১০০ কেজির কেক কেটেছেন। সেই অনুষ্ঠানে অতিথি ছিলেন চার হাজার। জন্মদিনে বেগুনি রঙা টুপি পরে জন্মদিনে অংশ নেয় কৃষ। বেলাগাভির মানুষ সানন্দে কৃষের জন্মদিনের উৎসবে শামিল হয়ে সেই কেক খেলেন। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়েছে।

সামাজিক মাধ্যমে অনেকে এই ভিডিওর প্রশংসা করেছেন। কেউ বলেছেন, হাহাহা কৃষ অনেক ভাগ্যবান। কেউ লিখেছেন, কৃষ সুপারকিউট। আরেক ব্যবহারকারী লিখেছেন, ভাল, এটি স্টেরিওটাইপ হওয়া উচিত। 

ইত্তেফাক/এসআর

এ সম্পর্কিত আরও পড়ুন