ভোলার তজুমদ্দিনের চর জহিরউদ্দিনে স্ত্রীর প্রেমিকের সহায়তায় বালিশ চাপা দিয়ে স্বামীকে হত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (২৬ জুন) সকালে এ ঘটনায় প্রেমিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মৃত স্বামীর নাম হুমায়ুন কবির (৩২) সোনাপুর ইউনিয়নের চরজহিরউদ্দিন অংশের ৩নং ওয়ার্ডে চর শাওন এলাকার নুরুল ইসলামের ছেলে।
আটককৃতরা হলো- শারমিন বেগম (২৭), মোঃ লিটন (৩২) পিতা আবুল কাশেম উভয় সাকিন চরজহিরউদ্দিন ৩নং ওয়ার্ড, সোনাপুর, তজুমদ্দিন, ভোলা।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক জানান, রবিবার সকালে স্বামী হুমায়ুন কবিরকে হত্যার অভিযোগ স্বীকার করায় স্ত্রী শারমিন বেগম ও প্রেমিক লিটনকে আটকের পর জেল হাজতে প্রেরণ করা হয়। আসামিদের জবানবন্দি মতে জানাগেছে, শুক্রবার (২৪ জুন) দিবাগত গভীর রাতে তারা দুইজনে মিলে ঘুমন্ত হুমায়ুন কবিরের বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।