শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চালের আমদানি শুল্ক কমানো হলো

আপডেট : ২৭ জুন ২০২২, ০৭:১২

দাম স্হিতিশীল রাখতে আগামী চার মাসের জন্য চালের আমদানি শুল্ক কমিয়েছে সরকার| চালের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে| এর পাশাপাশি নিয়ন্ত্রকমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে নামিয়ে ১০ শতাংশ করা হয়েছে| এর ফলে চাল আমদানিতে মোট করভার ৬২ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে নামল|

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত আদেশ জারি করেছে| নতুন শুল্ক ছাড়ের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে| তবে এর জন্য শর্ত জুড়ে দিয়ে এনবিআর উল্লেখ করেছে, এই শুল্ক ছাড়ের অনুমোদন পেতে আমদানিকারককে অবশ্যই খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে| চালের দাম স্থিতিশীল রাখতে খাদ্য মন্ত্রণালয়ের অনুরোধে এনবিআর শুল্ক কমিয়েছে|

উল্লেখ্য, বোরো ধান ওঠার পরও চালের দাম অস্বাভাবিক বেড়েছে| চালের দাম এভাবে বেড়ে যাওয়ার বিষয়টি সরকারও অস্বাভাবিক হিসেবেই দেখছে| সম্প্রতি বিভিন্ন চালকল ও বাজারে সরকার অভিযানও চালাচ্ছে| গত বছরের শেষ ভাগ থেকে জ্বালানির মূল্য বেড়ে যাওয়ার পর থেকেই নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করে| এরপর চলতি বছরের মে মাসে হঠাৎ বেড়ে যায় সয়াবিনসহ ভোজ্যতেলের দাম|

আশা করা হয়েছিল, বোরো মৌসুমে চালের দাম কম হবে| তবে বোরো মৌসুমের চাল বাজারে আসা শুরু করতেই দেশের প্রধান এই খাদ্যশস্যের দাম বাড়তে শুরু করে| এবার বোরো মৌসুমের শুরুতে হাওরে আগাম পানি এসে কিছু ধান নষ্ট হয়েছে| 

এ ছাড়া ঘূর্ণিঝড় অশনির কারণে সারা দেশে ব্যাপক বৃষ্টি পাকা ধানের ক্ষতি করেছে| তাছাড়া রাশিয়া, ইউক্রেন যুদ্ধের জেরেও গমের দাম বাড়ছে| সারা বিশ্বেই ভোগ্যপণ্যের দাম বেড়েছে| এর প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারেও|

ইত্তেফাক/এমআর