পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন প্রক্টরের দায়িত্ব পেয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন। সোমবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলিত দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নতুন দায়িত্ব পেয়ে কামাল হোসেন ইত্তেফাককে বলেন, 'আমি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ম্যামকে ধন্যবাদ জানাই আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। উনি আমার উপর আস্থা রেখে এই দায়িত্ব অর্পণ করেছেন। আমি চেষ্টা করবো এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে।'
তিনি আরও বলেন, 'প্রক্টরের দায়িত্ব হলো বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা। আমি সকলের সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে চেষ্টা করবো।'