দেশে লাফিয়ে বাড়ছে করোনা শনাক্ত। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২ হাজার ১০১ জনের করোনা শনাক্ত হয়। সোমবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল রবিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়। এই সময়ে ১ হাজার ৬৮০ জনের করোনা শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গতকাল রবিবার সকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ২০ শতাংশ।
এ নিয়ে দেশে এই পর্যন্ত ১৯ লাখ ৬৭ হাজার ২৭৪ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৪২ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।