শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সেন্ট লুসিয়া টেস্ট

বৃষ্টিতে ভেসে যাওয়ার পথে আরও একটি সেশন

আপডেট : ২৮ জুন ২০২২, ০০:১২

সেন্ট লুসিয়া টেস্টে পরাজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। গতকাল তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩২ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়েছে। ওয়েস্ট ইন্ডিজ থেকে এখনো ৪২ রানে পিছিয়ে লাল সবুজের পতাকাধারীরা। শঙ্কা রয়েছে ইনিংস হারের লজ্জারও। তবে টাইগার ভক্তদের জন্য সুখবর নিয়ে এলো প্রকৃতি!

চতুর্থ দিনের খেলা আজ নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনো শুরু হয়নি। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সম্পূর্ণ আউটফিল্ড ভেজা। এরই মধ্যে প্রথম সেশন ভেস্তে গেছে। একটি বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় সেশনেরও অর্ধেকের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। এখন এটাও বাতিল হওয়ার শঙ্কায়।

ম্যাচের সর্বশেষ রিপোর্ট অনুয়ায়ী, বাংলাদেশ সময় রাত ১২.১৫ মিনিটে আবারও মাঠ পর্যবেক্ষণে নামবেন আম্পায়াররা। এর পরই তারা খেলার পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।

এখন হয়তো বাংলাদেশি ভক্তরা খুব করেই চাচ্ছেন বৃষ্টি চলতে থাকুক। আজ এবং আগামীকাল পঞ্চম দিনও বৃষ্টি হোক। এতে অন্তত যদি ড্র করা যায়! বৃষ্টির সহায়তা ছাড়া অবশ্য বাংলাদেশের পক্ষে এই ম্যাচ বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়।

ইত্তেফাক/টিএ