শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শরীয়তপুরে চায়না জালে অবাধে মাছ নিধন

আপডেট : ২৮ জুন ২০২২, ১৮:৪২

ডামুড্যা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে চায়না জালে অবাধে মাছ নিধন চলছে। চায়না জাল কারেন্ট জালের চেয়েও বেশি ক্ষতিকর বলে জানা গেছে। জালটি নদী থেকে শুরু করে বিভিন্ন গ্রামে সুড়ঙ্গ, খালের মুখ এবং পুকুরে পেতে রাখা হয়। যার ফলে ১ ইঞ্চি মাছ থেকে শুরু করে বড় মাছ ধরা পড়ে যায়। এমনকি মাছের ডিমও জালে আটকে পড়ে।

কৃষক আজাহার বলেন, চায়না জাল খালে পাতলে ছোট মাছসহ ডিমও জালে উঠে যায়। এটা কারেন্ট জালের চেয়েও বেশি ভয়ংকর। 

উপজেলা ধানকাটি ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, এই চায়না জালের কারণে ছোট ছোট প্রজাতির মাছ আর চোখে দেখতে পাব না। চায়না জালটি জেলেরা বিকালে পেতে ভোরে ওঠালে দেখা যায়, বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে আছে। ৭৫ ফুট জালের দাম ৪ হাজার টাকা, জালটি বিক্রি করা হয় গোপনে। ডামুড্যা উপজেলার ৭ ইউনিয়নে প্রায় ১০-১৫ লাখ টাকার জাল রয়েছে জেলেদের কাছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা এম মাহবুবুল হকের কাছে এই ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে এ ব্যাপারে আলাপ করে শিগগিরই ব্যবস্থা নেব। 

ইত্তেফাক/এআই