ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ ও ওডেসায় হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত তিনজন বেসামরিক লোক নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মিকোলাইভ শহরের কর্মকর্তারা বলেন, সোমবারে রাতে অন্তত ১১ টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মিকোলাইভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধানের ভিতালি কিম বলেন, প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে তিনি এর বেশি কিছু জানাননি।
কিম বলেন, মিকোলাইভের দক্ষিণ-পশ্চিমে উপকূলীয় শহর ওচাকিভে রকেট হামলায় তিনজন নিহত হয়েছে। এর মধ্যে ৬ বছর বয়সী এক শিশুও রয়েছে।
দক্ষিণ ইউক্রেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র নাতালিয়া হুমেনুক বলেন, মিকোলাইভে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য নেই।
তিনি আরও বলেন, রাশিয়ানরা হামলার জন্য কেএইচ-২২ ক্ষেপনাস্ত্র ব্যবহার করেছে। একই ধরনের ক্ষেপণাস্ত্র ক্রেমেনচাকের শপিং মলের হামলায় ব্যবহার করা হয়েছে।