পাকিস্তানে মঙ্গলবার (২৮ জুন) দেশটির পোলিও টিকাদান কর্মীদের ওপর বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে একজন স্বাস্থ্যকর্মী ও দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে।
দেশটির সিনিয়র পুলিশ আশফাক আনোয়ার মিডিয়াকে বলেন, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে টিকাদান কর্মীদের ওপর গুলি ছুড়ে। এতে এক শিশুও আহত হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে ভুক্তভোগীরা নিহত হয়েছেন এবং বন্দুকধারী পালিয়ে গেছে। উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে এই হামলা ঘটনা ঘটেছে।
পাকিস্তানের একজন সিনিয়র সরকারি কর্মকর্তা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দেশটিতে প্রায় সময়ই পোলিও টিকাদান কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।