রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শিক্ষক উৎপল সরকার হত্যার বিচার চাইলেন চবি শিক্ষক-শিক্ষার্থীরা

আপডেট : ২৮ জুন ২০২২, ১৮:২৭

সাভারের আশুলিয়ায় ছাত্র কর্তৃক শিক্ষক উৎপল কুমার সরকারকে (৩৫) পিটিয়ে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষক উৎপল সরকার হত্যার বিচার চান তারা। 

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবির বলেন, একজন ছাত্রের হাতে শিক্ষক হত্যা, এর চেয়ে দুঃখজনক বিষয় আর কী হতে পারে? শিক্ষকরা হচ্ছেন ছাত্রদের মাথার তাজ স্বরূপ। কিন্তু একজন ছাত্রের হাতে যখন একজন শিক্ষক খুন হন, তখন বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি আজকের মাননবন্ধন থেকে আমার ছাত্র উৎপল হত্যার বিচারের দাবি জানাচ্ছি।’

নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রহমান নাসির উদ্দিন বলেন, ‘আমরা সভ্যতার একটি চরম অন্ধকার পর্যায়ে বসবাস করতেছি, যেখানে একজন ছাত্রের হাতে শিক্ষক খুন হওয়ার চিত্র দেখতে হয়েছে। এই ঘটনাকে শুধু সাধারণ একটি অপরাধ হিসেবে বিবেচনা করলে চলবে না। সভ্যতাকে টেনে-হিঁচড়ে পেছনের দিকে টেনে নিয়ে যাওয়ার একটি নিদর্শন হিসেবে দেখতে হবে।’

মানববন্ধন। ছবি: ইত্তেফাক

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় দোষীকে ধরে নিয়ে আসে বিচার করে শাস্তি দিলেই বিষয়টি সমাধান হবে না বরং আমাদের এই সমাজকে সম্পূর্ণ নতুন করে ঢেলে সাজাতে হবে। এতে করেই এ ধরনের ঘটনা থেকে দেশকে মুক্ত করা সম্ভব হবে।’

উৎপল কুমারের সহপাঠী রাজনীতি বিজ্ঞান বিভাগের ৪১ তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘উৎপল আমাদের বন্ধুদের মধ্যে অন্যতম বিনয়ী একজন ছিলেন। কিন্তু আমরা তাকে হারিয়েছি। আমাদের অনেক বন্ধুবান্ধব দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন আছে। তাদের সফলতায় যেমন আমরা গর্ববোধ করি, তেমনিভাবে উৎপলকে হারানোর এই স্মৃতিও আমাদের বুকে সারাজীবন তাজা হয়ে থাকবে।’

মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাবেক-বর্তমান শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এ সময় হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য প্রধানমন্ত্রীর নিকট দাবি জানান তারা।

ইত্তেফাক/এএএম