শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পদ্মা সেতুর ছবি তুলে স্মার্টফোন-ট্যাবলেট জেতার সুযোগ

আপডেট : ২৯ জুন ২০২২, ১৩:২০

পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন উপলক্ষে স্যামসাং মোবাইল বাংলাদেশ নিয়ে এলো এক বিশেষ ফটোগ্রাফি ক্যাম্পেইন। স্যামসাং ফ্যানরা যে কোনো স্যামসাং ডিভাইসের মাধ্যমে পদ্মা সেতুর ছবি তুললেই থাকছে ব্র্যান্ড-নিউ গ্যালাক্সি এস২২ আলট্রা বা গ্যালাক্সি ট্যাব পাওয়ার সুযোগ।

এ ক্যাম্পেইনে অংশ নিতে ব্যবহারকারীদের যে কোনো স্যামসাং স্মার্টফোন দিয়ে পদ্মা সেতুর ছবি তুলতে হবে এবং এই পোস্টের কমেন্টে #উইথগ্যালাক্সি এবং #স্যামসাং হ্যাশট্যাগসহ ছবিটি আপলোড করতে হবে।

প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি গ্যালাক্সি এস২২ আলট্রা স্মার্টফোন। সেইসঙ্গে ২য় থেকে ১০ম স্থান অধিকারীরা প্রত্যেকে পাবেন একটি করে গ্যালাক্সি ট্যাব এ। প্রতিযোগিতায় অংশ নিতে ১৫ জুলাইয়ের মধ্যে নিজের তোলা সেরা ছবিটি জমা দিতে হবে।

এ বিষয়ে স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘পদ্মা বহুমুখী সেতু আমাদের দেশের গর্বের প্রতীক। এ গৌরবময় অর্জনের আনন্দকে ছড়িয়ে দিতে স্যামসাং বাংলাদেশ ফ্যানদের জন্য এ ফটো কনটেস্টের আয়োজন করেছে।’

ক্যাম্পেইন সম্পর্কে আরও জানতে ভিজিট করুন স্যামসাং বাংলাদেশের ফেসবুক পেইজে। 

ইত্তেফাক/এমআর

এ সম্পর্কিত আরও পড়ুন