সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গলাচিপায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ জুন ২০২২, ১৭:০৮

পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজের তিনদিন পর আফসানা আক্তার মিম (১৩) নামের অষ্টম শ্রেণির একজন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে গলাচিপা থানা  পুলিশ। 

বুধবার (২৯ জুন) উপজেলার গোলখালী ইউনিয়নের মুশুরীকাঠী স্লুইজগেট সংলগ্ন এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মিম ওই এলাকার হুমায়ুন সিকদারের মেয়ে। সে সুহরীমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার রাতে কাউকে কিছু না বলে মিম বাসা থেকে বের হয়ে যায়। এসময় তার মা নানা বাড়িতে ছিলেন এবং তার বাবা ঘরেই ঘুমিয়ে ছিলেন। পরে গত দুইদিন তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। 

আজ বুধবার সকালে স্থানীয়রা বাড়ির পশ্চিম পাশের ডোবায় তার মরদেহ ও সড়কের পূর্ব পাশে তার রক্তমাখা জামাকাপড় দেখতে পান। 

গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার বলেন, ‘ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর আসল কারণ উদঘাটনে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/মাহি