শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ক্যারিয়ারের সেরা সময়ে কিয়ারা

আপডেট : ৩০ জুন ২০২২, ০২:১৫

ক্যারিয়ারের সেরা সময় উপভোগ করছেন বলিউডের এই প্রজন্মের সেনসেশন কিয়ারা আদভানি। ২০১৪ সালে ক্যারিয়ারের শুরুতে বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল তার প্রথম ছবি ‘ফাগলি’। এরপর প্রশ্নের মুখে চলে এসেছিল তার ফিল্মি ক্যারিয়ার। পরপর বেশ কয়েকটি সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। এই সময়ের সবচেয়ে ব্যস্ত অভিনেত্রী কিয়ারার প্রতিটি পদক্ষেপে থাকে এক অন্য স্বাদের গল্প বলার তাগিদ। নিজের অভিনীত প্রতিটি সিনেমায় তিনি নিজেকে ভেঙে গড়েছেন। এবার ‘যুগ যুগ জিও’ ছবিতেও তার ব্যতিক্রম হয়নি। নতুন এই ছবি নিয়ে ‘শের শাহ’, ‘ভুল ভুলাইয়া ২’র মতো সিনেমায় সাফল্য পাওয়া অভিনেত্রী অকপটে জানালেন, ‘যখন সিনেমায় সাইন করেছিলাম, তখন ধারণা ছিল না যে এত বড় হিট হতে চলেছে। আমি সত্যি ভাগ্যবতী।’

‘যুগ যুগ জিও’ একটি পারিবারিক সিনেমা। এতে প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা গেছে বরুণ-কিয়ারা জুটিকে। এর আগে বক্স অফিসে ভালো করেছে ‘ভুল ভুলাইয়া ২’, যার ওপর ভর করে বেশ ভালো সময় যাচ্ছে তার। ভুল ভুলাইয়া ২-এ কিয়ারার সঙ্গে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। গত বছর ‘শেরশাহ’ দিয়েও আলোচনার তুঙ্গে ছিলেন তিনি। তবে বর্তমানে বুঝেশুনে হিসাব কষে নির্বাচন করছেন সিনেমার গল্প ও চরিত্র। ক্যারিয়ারের এতদিনে এসে যেন খুঁজে পেয়েছেন নিজের গতিপথ। জানতে পারছেন আপন দুনিয়া সম্পর্কে। অভিনেত্রী বলেন, ‘এখন আমি নিজেকে অনেকটাই বুঝি। ২১ বছর বয়সে আমি অভিনয় শুরু করি। তখন আমি কে, কী চাই, কী বলতে চাই—বুঝতাম না। অভিনেত্রী হওয়ার ইচ্ছা শুরু থেকেই ছিল। কিন্তু কী ধরনের চরিত্রে, কী ধরনের গল্পে কাজ করতে চাই, সেটা জানতাম না। এতদিনে এসে সত্যিই পথ খুঁজে পেয়েছি। নিজের স্ট্রাগলের জন্যই আজ দর্শকের ভালোবাসা পাচ্ছি। পরিচালকের পছন্দের অভিনেত্রী হয়ে উঠতে পেরেছি। এর পিছনে কোনো গডফাদারের ভূমিকা নেই।’ আলোচনা-সমালোচনার বাইরে কাজেও ব্যস্ত সময় পার করছেন বলিকন্যা। 

এ ছাড়াও কিয়ারা জানান, তিনি এমন সিনেমায় কাজ করতে চান, যা মানুষকে ভালো বার্তা দেবে। একই সঙ্গে বড়সংখ্যক দর্শকের কাছে পৌঁছাবে। বর্তমানে অভিনেত্রীর লক্ষ্য একটাই, তার সিনেমা দেখতে যেন দর্শক পরিবার নিয়ে হলে যেতে পারেন। তাছাড়া সাফল্যের মসৃণ পথে হাঁটলেও কিয়ারা ভুলে যাননি তার অতীত, সংগ্রামের অধ্যায়। প্রথম সিনেমা ‘ফাগলি’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর ভেঙে পড়েছিলেন তিনি। তখন একটাই ভাবনা ছিল— আরেকটি সুযোগ পাবেন কি না। ‘এমএস ধোনি’ সিনেমার মধ্য দিয়ে জাত অভিনেত্রী হিসেবে নিজেকে জানান দেন বলি পাড়ায়। এরপর শহিদ কাপুরের সঙ্গে ‘কবির সিং’-এ কিয়ারার অনবদ্য অভিনয় বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। কবীর সিং-ই ছিল কিয়ারার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এরপর সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে ‘শেরশাহ’-এ অভিনয়ের সুযোগ আসে অভিনেত্রীর কাছে। বাস্তব গল্পের প্রেক্ষাপটে নির্মিত এই ছবি তার ক্যারিয়ারের আরও একটা মাইলস্টোন। 
কয়েকদিন আগে এক সাক্ষাত্কারে তাকে আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে তুলনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, ‘এ তুলনা তাকে অনুপ্রেরণা দেয়। আলিয়া ও দীপিকা দারুণ অভিনয় করেন, তাই তাদের সঙ্গে আমার যখন কেউ তুলনা করেন, আমার জন্য তা প্রেরণাদায়ক।’ তিনি বলেন, ‘তারা দারুণ অভিনেত্রী। আমি মনে করি, আমি হয়ত কিছু কাজ ঠিক করেছি। আমি নিজেও তাদের কাজ পছন্দ করি, আর সে কারণে এই তুলনা আমাকে আরও অনুপ্রেরণা দেয়। এখন তার হাতে আরও যেসব কাজ রয়েছে, তার মধ্যে রয়েছে দক্ষিণের সুপারস্টার রামচরণ অভিনীত ‘আরসি ১৫’। এছাড়া তার হাতে রয়েছে ‘গোবিন্দ নাম মেরা’। এতে তিনি ভিকি কৌশল এবং ভূমি পেডনেকারের সঙ্গে অভিনয় করছেন। সম্প্রতি এক সাক্ষাত্কারে কিয়ারা জানান, তিনি ছোটবেলা থেকে নায়িকাই হতে চেয়েছেন। সেভাবেই নিজেকে গড়ে তুলেছেন। অনেকদিন ধরেই কিয়ারার সঙ্গে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের সম্পর্ক চলছে। এবার শোনা যাচ্ছে, চলতি বছরেই নাকি তারা বিয়ের

পিঁড়িতে বসবেন। বিয়ে করছেন কবে?—এর উত্তর দিতে গিয়ে রীতিমতো রসিকতায় মেতে ওঠেন কিয়ারা। বলেন, ‘যা কিছুই করি, এই জীবনে অন্তত একবার বিয়ে করবই।’

ইত্তেফাক/ইআ

এ সম্পর্কিত আরও পড়ুন