চট্টগ্রামে সাড়ে ৪ মাস পর করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৫২ জনের দেহে ভাইরাসের উপস্থিতি চিহ্নিত হয়। সংক্রমণ হার ১১ দশমিক ৬৮ শতাংশ।
চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, বৃহস্পতিবার চট্টগ্রামের ৪৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৫২ পজিটিভের মধ্যে শহরের ৪৪ এবং উপজেলার ৮ জন। জেলায় করোনায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৭ হাজার ২৫৮ জন।
গতকাল করোনায় গ্রামের এক রোগী মারা যান। জেলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৩ জন হয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৯ জন।