শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাবির পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন নতুন কমিটি ঘোষণা

সভাপতি আনিছ, সাধারণ সম্পাদক আরিফ

আপডেট : ০২ জুলাই ২০২২, ২১:৩৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা হয়েছে। শুক্রবার (১ জুলাই) এক ভার্চুয়াল সভায় পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে পরবর্তী মেয়াদের জন্য এই কমিটি গঠন করা হয়। বাংলাদেশ ব্যাংকের পরিচালক (সিআইবি) মো. আনিছুর রহমানকে সভাপতি ও সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান (রোমান) কে সাধারণ  সম্পাদক করে ৫৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। 

নবগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রচার, গণমাধ্যম ও জনসংযোগ সম্পাদক ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারি পরিচালক মো. ওয়াহিদুজ্জামানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদ্য সাবেক সভাপতি এ জেড এম শফিকুল আলম, সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার -এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, এমডি, কন্টেসা; রিয়াজুল হাকিম বাবুল, সাবেক বিভাগীয় প্রধান, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ; এ কে এম ফজলুল হক মিয়া, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক; অধ্যাপক ড. মোহা. মুজিবুর রহমান, পরিসংখ্যান বিভাগ, জাবি; মো. মেজবাউল হক, পরিচালক (পিএসডি), বাংলাদেশ ব্যাংক; মো. আব্দুল ওয়াদুদ (অন্তু), গ্রুপ ডিরেক্টর, ব্যাংকিং এন্ড ফাইন্যান্স, অ্যামেজিং ফ্যাশনস লিমিটেড; অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর, সভাপতি, পরিসংখ্যান বিভাগ, জাবি প্রমুখ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. কাজী সালেহ আহমেদকে প্রধান উপদেষ্টা করে সিনিয়র অ্যালামনাইদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

নবাগত সভাপতি মো. আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান তাদের স্বাগত বক্তব্যে বলেন, আগামী দিনে অ্যাসোসিয়েশনকে শক্তিশালী করা হবে। অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন। এক্ষেত্রে প্রাক্তন শিক্ষার্থীদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

ইত্তেফাক/জেডএইচডি