রাঙ্গামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর সীতারঘাট এলাকায় নদীতে ডুবে যাওয়ার সময় একটি হরিণের বাচ্চা উদ্ধার করেছেন স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু।
শনিবার (২ জুলাই) বিকালে ৭ থেকে ৮ মাস বয়সী এই হরিণের বাচ্চাটি জীবিত উদ্ধার করা হয়।
স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু জানান, তিনি তার বাগানে কাজ করার সময় হঠাৎ কুকুরের চিৎকার শোনার পর দ্রুত ছুটে গিয়ে দেখেন কর্ণফুলী নদীতে পার্শ্ববর্তী বন থেকে আসা একটি হরিণের বাচ্চা পানিতে ডুবে বাঁচার আকুতি করছে। তৎক্ষণাৎ বাচ্চু তার নৌকা নিয়ে হরিণটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। পরে তিনি হরিণটি উদ্ধার করে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের রামপাহাড় বনবিটে খবর দেন এবং নিজ উদ্যোগে বনবিট অফিসে হরিণটিকে পৌঁছে দেন।
এদিকে বিট অফিসার মাসুদ আলমের উপস্থিতিতে হরিণের বাচ্চাটিকে সীতাপাহাড় গভীর অরণ্যে শনিবার সন্ধ্যায় অবমুক্ত করা হয়েছে।
এবিষয়ে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ বলেন, ‘কৃষক এনামুল বাচ্চু বন্যপ্রাণীর প্রতি যেই মায়া মমতা দেখালেন, তা আসলেই অনেক প্রশংসনীয়। এজন্য কাপ্তাই বনবিভাগ থেকে তাকে অনেক ধন্যবাদ। কৃষক বাচ্চুর মতো আমাদের সবাইকে বন্যপ্রাণী সুরক্ষায় এগিয়ে আসতে হবে।’