শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টেকনাফে অস্ত্র-গুলি-মাদক ও নগদ টাকাসহ যুবক গ্রেফতার

আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৪:৩৬

কক্সবাজারের টেকনাফে বসতঘরে অভিযান চালিয়ে ১টি একনলা বন্দুক, ৩টি গুলি ১০ হাজার ৮শ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় নগদ ৬৫ হাজার টাকাও জব্দ করা হয়েছে। 

সোমবার (৪ জুলাই) ভোররাতে হ্নীলা ইউনিয়ন ফুলের ডেইল এলাকার এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি  মো. হাফিজুর রহমান।

আটক লিয়াকত আলী (৩৮) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন ফুলের ডেইল এলাকার কবির আহমদের ছেলে।  

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদে খবর আসে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ফুলের ডেইল এলাকায় লিয়াকতের বসতঘরে মাদক মজুদ রয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই রাফি সঙ্গীয় ফোর্স নিয়ে লিয়াকতের বসতঘরে অভিযান চালায়। এসময় তার শয়ন কক্ষের খাটের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১০বহাজার ৮ শত পিস ইয়াবা ১টি একনলা বন্দুক, ৩টি গুলি ও নগদ ৬৫হাজার টাকা উদ্ধার করে।

এ ঘটনায় আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে উল্লেখ করেন ওসি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমএএম