বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হিলি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০৮:৪৮

দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর অবশেষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পেঁয়াজ আমদানিতে অনুমতি (আইপি) দেওয়ায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পেঁয়াজবোঝাই ভারতীয় ট্রাক দেশে প্রবেশ করে।

বন্দরের পেঁয়াজ আমদানিকারক শহীদুল ইসলাম জানান, দেশের পেঁয়াজচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার গত ৫ মে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়। ফলে আমদানি করা ভারতীয় পেঁয়াজের সরবরাহ ফুরিয়ে যায়। এরপর দেশি পেঁয়াজ দিয়ে চাহিদা মেটানো হলেও সেই পেঁয়াজেরও সরবরাহ কমে আসে। আবার দেশের বিভিন্ন এলাকায় বন্যা হওয়ার কারণে দাম বেড়ে যায়। কোরবানির ঈদে পেঁয়াজের দাম যেন না বাড়ে সেজন্য আমদানির আবেদন করা হয়। সেই পরিপ্রেক্ষিতে গত সোমবার অনুমতি দেওয়া হয়েছে। আমদানির কারণে দেশে পেঁয়াজের দাম অনেক কমে যাবে। এদিকে গতকাল দুপুর পর্যন্ত বন্দরে দেশি পেঁয়াজ মানভেদে ৩২-৪০ টাকা কেজি বিক্রি হয়েছে।

আজ বুধবার থেকে কেজিতে তিন-চার টাকা করে দাম কমতে পারে। বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, হিলি থেকে ১২ জন পেঁয়াজ আমদানিকারক ভারত থেকে ১২ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়ে আমদানি শুরু করেছেন।

ইত্তেফাক/এমআর

এ সম্পর্কিত আরও পড়ুন