স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। সকাল থেকেই কমলাপুর স্টেশনে ঈদে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে থাকে। রেলপথে ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ।
বুধবার (৬ জুলাই) সকালে কমলাপুর স্টেশনে দেখা গেছে প্রতিটি ট্রেনই যাত্রীতে পরিপূর্ণ ছিল।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকালে রংপুর এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে ৫০ মিনিট বিলম্বে ছেড়ে গেলেও অধিকাংশ ট্রেন সময়মতো ছেড়ে গেছে। নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় খুশি ঘরমুখো যাত্রীরা।
ঢাকা রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ রুটের অধিকাংশই ট্রেনই সময়মতো ছেড়ে গেছে।
কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার জানিয়েছেন, ট্রেনগুলো যেন সময়মতো স্টেশন ছেড়ে যায়, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।শিডিউল বিপর্যয় ঠেকাতে বিমানবন্দর স্টেশনে ঢাকামুখী কয়েকটি ট্রেনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।