বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, ১০ নিরাপত্তাকর্মী আহত 

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৬:১৬

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সোমবার (৪ জুলাই) দেশটির নিরাপত্তা বাহিনীর বহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। 

পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদনে বলা হয়েছে, মিরালিতে খাদি মার্কেটের কাছে দেশটির নিরাপত্তা বাহিনীর বহরের ওপর এই হামলা হয়েছে। 

উত্তর ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার শহিদ আলি খান এই আত্মঘাতী হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলায় মোট ১০ জন নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন। এদের মধ্যে তিনিজনের অবস্থা আশঙ্কাজনক। 

কর্মকর্তারা বলেন, নিরাপত্তারক্ষীরা মিরালি থেকে মিরামশাহ যাচ্ছিলো, এসময় মোটরসাইকেলে করে এক ব্যক্তি গাড়ির কাছে নিজেকে উড়িয়ে দেয়। ডন জানিয়েছে, হামলায় তিনজন নিরাপত্তা কর্মী গুরুতর আহত হয়েছে। তাদের সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

হামলার পর নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে ফেলে এবং অভিযান শুরু করে। 

ইত্তেফাক/এসআর