শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বন্যার্তদের সহযোগিতায় ঢাবির সাবেক শিক্ষার্থীরা

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৮:১০

সুনামগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯১-৯২ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী বন্ধুরা। জেলার বিশ্বস্তপুরে সাড়ে তিনশো ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রায় ৫ লাখ টাকার খাদ্যপণ্য ও নগদ ৫০০ টাকা করে বিতরণ করেন তারা। 

এ সময় স্থানীয় উপজেলা চেয়ারম্যান সফরউদ্দিন ও সংগঠনের সদস্যরা দুর্গতদের হাতে চাল, ডাল, তেলসহ এক সপ্তাহের ত্রাণ সামগ্রী তুলে দেন।

সামাজিক দায়বদ্ধতা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯১-৯২ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে দুস্থ মানুষের সহযোগিতায় কাজ করে আসছে। গত বছরের বন্যায়ও সাতক্ষীরায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী পরিবহনে ১০ টি কোষা নৌকা প্রদান করে।

এছাড়া লালমনিরহাটে ১০ জন ধর্ষণের শিকার নারীকে সেলাই মেশিন ও নগদ টাকা এবং ২০ জন দরিদ্র শিক্ষার্থীর মধ্যে সাইকেল বিতরণ করে এ অরাজনৈতিক বন্ধু সংগঠন।

ইত্তেফাক/এএএম