পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপারের সময় তিন ট্রাকচালককে আটক করা হয়েছে। একইসঙ্গে জরিমানা করা হয়েছে। বুধবার (৬ জুলাই) বিকালে সেতুর মাওয়া টোল প্লাজার সামনে তাদের জরিমানা করা হয়।
আটকরা হলেন-মামুন, রাজীব হোসেন, মো. আলমগীর। পরে সন্ধ্যা ৬টার দিকে ট্রাফিক পুলিশ তাদের বিরুদ্ধে মামলার মাধ্যমে জরিমানা করেন।
মাওয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. ওয়ালিদ জানান, নিষেধাজ্ঞার পরও বিপজ্জনকভাবে মোটরসাইকেল পারাপার করছিলেন তারা। এতে দুর্ঘটনার ঝুঁকি দেখা দেয়। তাই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। তাদের প্রত্যেককে ৩ থেকে ৫ হাজার টাকার জরিমানা করা হয়েছে।