রাজশাহী মহানগরীতে রেলওয়ের কর্মচারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম সোহেল রানা।
মঙ্গলবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টায় মহানগরীর বেলদারপাড়া মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় ঐ যুবককে কুপিয়ে জখম করে দুর্বৃত্ত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, কীভাবে সোহেল নিহত ও ফারুক আহত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় লোকজন জানিয়েছে, ফারুক সোহেলকে ছুরিকাঘাত করেছে। কিন্তু ফারুক বলছে, তারা গাড়ির ধাক্কায় সোহেল আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।