শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সরকারি নতুন বই ভাঙারির দোকানে! 

আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৩:১৬

গোপালগঞ্জের মুকসুদপুরে মাধ্যমিক স্তরের প্রায় ২৬ মণ সরকারি নতুন বই কেজি দরে বিক্রির অভিযোগ ওঠেছে প্রধান শিক্ষক মিনতি বৈদ্যর বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকালে কলিগ্রামের ভাঙারি ব্যবসায়ী আশুতোষ বালার কাছে ২০২০ ও ২০২১ সালের এসব বই বিক্রি করা হয়।

মিনতি বৈদ্য মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রাম মনিমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি অভিযোগ স্বীকার বলেন, ‘আমি বই বিক্রি করেছি। তবে এখন ফেরত নিয়ে আসবো।’

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে ভ্যানে করে মুকসুদপুর উপজেলার কলিগ্রাম মনিমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি বৈদ্য মাধ্যমিক স্তরের ২০২০ ও ২০২১ সালের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির নতুন বই একই এলাকার ভাঙারি ব্যবসায়ী আশুতোষ বালার দোকানে ২৫ টাকা কেজি দরে ২৬ মণ বই বিক্রি করেন। পরে স্থানীয়রা টের পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি জানান। এদিকে, মাধ্যমিক শিক্ষা অফিসার বইগুলো ওই বিদ্যালয়ে হেফাজতে রাখার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেন।

ভাঙারি ব্যবসায়ী আশুতোষ বালা বলেন, ‘মনিমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি বৈদ্যর কাছ থেকে আমি বইগুলো কিনেছি।’

মুকসুদপুর উপজেলা শিক্ষা অফিসার মো. সাহাদাত হোসেন মোল্লা বলেন, ‘আমি আপাতত বইগুলো বিদ্যালয়ে হেফাজতে রাখার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছি। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. যোবায়ের রহমান রাশেদ বলেন, ‘আমি বিষয়টি জেনে মাধ্যমিক শিক্ষা অফিসারকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’

ইত্তেফাক/মাহি