বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অভিনেত্রী শর্মিলী আহমেদ ও সুরকার আলম খানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৪:২৫

বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ (৭৫) ও গুণী সংগীত পরিচালক ও সুরকার আলম খানের (৭৮) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

শুক্রবার (৮ জুলাই) সকালে এই দুই সংস্কৃতি প্রতিভার  মৃত্যুসংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

ড. হাছান তার শোকবার্তায় বলেন, মঞ্চ ও টেলিভিশনের চারশতাধিক নাটক এবং দেড় শতাধিক চলচ্চিত্রের গুণী অভিনয়শিল্পী শর্মিলী আহমেদ এবং ‘ওরে নীল দরিয়া’, ‘হায়রে মানুষ, রঙিন ফানুস’, ‘আমি একদিন তোমায় না দেখিলে’, ‘চাঁদের সাথে দেব না’, সহ অসংখ্যা জনপ্রিয় গানের সুরকার আলম খান তাদের কীর্তির মধ্য দিয়ে যুগ যুগ ধরে এদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

ইত্তেফাক/কেকে