কোরবানির পশুর চামড়ার পাচার ঠেকাতে দিনাজপুরের হিলিসহ আশেপাশের সীমান্তে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। রবিবার (১০ জুলাই) থেকে সতর্কতা হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এসব সীমান্তে টহলের পাশাপাশি নজরদারি করছে। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম বলেন, ‘এবার সীমান্ত দিয়ে দেশে একটি গরুও আসতে দেওয়া হয়নি। বিজিবির কঠোর ভূমিকার কারণে এটি সম্ভব হয়েছে। আর এই সফলতা ধরে কোরবানির পশুর চামড়া ভারতে যেন কোনভাবেই পাচার না হয়, সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে।’
তিনি আরও বলেন, ‘এই ব্যাটালিয়নের অধীন ১০২টি পোস্ট ও ক্যাম্পে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্তে বাড়তি টহলের পাশাপাশি বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’