সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীতে দুস্থ ও নিম্ন আয়ের ৩ শতাধিক পরিবারের মাঝে রান্না করা কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ জুলাই) ঈদের দ্বিতীয় দিন সংগঠনটি কোরবানির মাংস বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের উপদেষ্টা আনিসুল হক বাপ্পি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক পরিচালক জয়নুল আবেদীন সোয়াতসহ স্বেচ্ছাসেবকরা।
সংগঠনটির কেন্দ্রীয় টিম লিডার জয়নুল আবেদীন সোয়াত জানান, দেশের আপদকালীন সময়সহ বিভিন্ন সময়ে তৃণমূলের এই জনগোষ্ঠীকে সাহায্য সহযোগিতা করে আসছে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও দেশের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
কুরবানির মাংস সুন্দর ও সুষ্ঠুভাবে বিতরণ কাজে সহযোগিতাকারী সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।