বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০৩:১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনসহ তিন জনের মৃত্যু হয়েছে। 

সোমবার সন্ধ্যায় নবীনগরের বাড়ির পাশের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো—উপজেলার নাটঘর ইউনিয়নের নসড়া-বাড়ি গ্রামের মো. আতিক মিয়ার মেয়ে জান্নাত আক্তার (১০) ও সাদিয়া আক্তার (৭)। 

পরিবারের সদস্যরা জানান, বিকালে বাড়ির পেছনে দুই বোন খেলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে সকলের অজান্তে তারা পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের সন্ধানে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রশীদ জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম