বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কোরবানির মাংস সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে কিশোরের মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০২২, ১০:২৪

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকায় আবুল মিয়ার বাড়িতে কোরবানির মাংস নিতে প্রায় ৫০ থেকে ৬০ জন নারী-পুরুষ বাড়ির গেটে অপেক্ষা করছিলেন। এক পর্যায় বাড়ির মেইনগেট বন্ধ করে দিলে হুড়াহুড়িতে পদদলিত হয়ে আকাশ নামে ১২ বছরের এক কিশোর ঘটনাস্থলে মারা যায়। এসময় নারী-পুরুষসহ আরও ৮ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জামান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। রাতে নিহত আকাশের লাশ তাদের স্বজনদের কাছে দেওয়া হয়েছে। তার পিতার নাম ঠান্ডু মিয়া। সে থানার  নাজিরেরবাগ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকত। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. শাহ জামান বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। পরে ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/কেকে