ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার পদে দায়িত্ব পেয়েছেন যুগ্ম-কমিশনার হিসেবে কর্মরত থাকা হারুন অর রশীদ। সম্প্রতি তিনি ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় এবার অতিরিক্ত কমিশনারের পদ পেলেন। ডিবি প্রধান হিসেবে তিনি একেএম হাফিজ আক্তারের স্থলাভিষিক্ত হচ্ছেন।
বুধবার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে ডিএমপির এই উর্ধ্বতন পদে রদবদল আনা হয়। একেএম হাফিজ আক্তারকে ডিএমপি'র অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) পদে পদায়ন করা হয়েছে।
ডিএমপিতে যোগদানের আগে হাফিজ আক্তার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। ২০২০ সালের সেপ্টেম্বরে তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হিসেবে পদায়ন করা হয়। তিনি ১৭তম বিসিএস (পুলিশ) কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে পুলিশে যোগদান করেন।
এদিকে হারুন অর রশীদ ডিএমপির ডিবির উত্তর বিভাগের যুগ্ম-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগেরও দায়িত্বে ছিলেন তিনি। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার, গাজীপুর ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। ২০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তা ২০০১ সালে পুলিশে যোগদান করেন।