শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পুকুরে ডুবে ২ চাচাত ভাইয়ের মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৫:০৩

কুমিল্লার দেবিদ্বার উপজেলা সুলতানপুর ইউনিয়ন পরিষদের নুর-মানিকচর গ্রামে পুকুরে ডুবে দুই চাচাত ভাইয়ের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৮ জুলাই) দুপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে তাদের মৃত্য হয়। 

মৃতরা হলেন- একই গ্রামের মুমিন হোসেনের ছেলে রিয়ান (৭) এবং আবু কালামের ছেলে জুনায়েদ (৮)। দুজনই স্থানীয় নুর-মানিকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয়রা জানান, প্রথমে জুনায়েদ পুকুরে পড়ে হাবুডুবু খেতে থাকে, তাকে বাঁচাতে রিয়ান পানিতে ঝাঁপ দেয়। কেউ ওপরে উঠতে পারেনি। পরে খোঁজাখুঁজি করে তাদের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।    

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, ‌‌‘বিষয়টি এখনো জানি না। তবে, খোঁজ নিয়ে জানানো হবে।’

ইত্তেফাক/মাহি