মৌলভীবাজার জেলার সুপ্রসিদ্ধ কাঁঠালের হাট কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার। এ বছর হাটে কাঁঠালের আমদানি যেমন কম তেমনি দামও চড়া। প্রতি বছর বিক্রেতারা রাস্তার দুই পাশে এক কিলোমিটার রাস্তা জুড়ে কাঁঠাল নিয়ে বসত।
ব্যাপারীরা জানান, এই হাট থেকে কাঁঠাল কিনে সিলেট সদর, হবিগঞ্জ, সায়েস্তাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জ প্রভৃতি স্থানে চালান দিতেন। কিন্তু এ বছর ব্রাহ্মণবাজার হাটে কাঁঠালের আমদানি কম হওয়ায় তারা কাঁঠালের ব্যবসা নিয়ে বিপাকে পড়েছেন।
ব্যাপারীরা আরো জানান, এ হাটে ‘বুধপাশার’ কাঁঠালের চাহিদা বেশি। আমদানি কম হওয়ায় বেপারিরা গ্রাহকদের চাহিদা মেটাতে পারছেন না। বন্যার কারণে উত্পাদনকারীরা বাড়ির কাঁঠাল খেয়ে নিজেদের চাহিদা মেটাচ্ছেন বলে জানান তারা।
ক্রেতারা জানান, স্থানীয় বাজারগুলোতে ছোট আকারের একটি কাঁঠালের মূল্য ১০০ টাকার ওপরে। মাঝারি ও বড় আকারের কাঁঠাল সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।
এলাকার প্রবীণ ব্যক্তিরা জানান, এত দীর্ঘস্থায়ী বন্যা তারা অতীতে দেখেননি। এই হাট থেকে ব্যাপারীরা ট্রাক ও নৌকা বোঝাই করে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার কাঁঠাল নিয়ে যেতেন বিভিন্ন স্থানে। এই বছর এই দৃশ্য চোখে পড়েনি।