সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে সাকিব হাসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উত্তর আটুলিয়া গ্রামে আমজাদ হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর বাবা আমজাদ হোসেন জানান, সকালে বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিল। এ সময় আঙিনায় খেলার সময় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সাকিব। খোঁজাখুঁজির এক পর্যায়ে গুরুতর অসুস্থ অবস্থায় পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. রীতা রানী পাল সাকিবকে মৃত ঘোষণা করেন।