শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সেই ট্রাকচালক ২ দিনের রিমান্ডে

আপডেট : ২০ জুলাই ২০২২, ১৬:৪৮

ময়মনসিংহের ত্রিশালে স্বামী-স্ত্রী ও তাদের সন্তানকে চাপা দিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার ট্রাকচালক রাজু আহমেদ শিপনকে দুইদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার (২০ জুলাই) দুপুরে ত্রিশাল থানার পুলিশ শিপনকে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক মো. তাজুল ইসলাম সোহাগ আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২০ জুলাই ত্রিশালের কোর্ট ভবন এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় প্রাণ হারান জাহাঙ্গীর আলম (৪০), তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রত্মা বেগম (৩২) ও তাদের শিশু সানজিদা।  এ সময় মায়ের পেট ফেটে ভূমিষ্ঠ হয় কন্যাসন্তান। পরে স্থানীয়রা নবজাতকটিকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নবজাতকটিকে ময়মনসিংহ সদরের সিবিএমসি হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি জন্ডিসে আক্রান্ত হওয়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ইত্তেফাক/ইউবি